মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (১১৭) হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন জাপানের দক্ষিণাঞ্চলের ফুকুওকা শহরের বাসিন্দা কেইন তানাকা। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ জানুয়ারি ছিল কেইন তানাকার ১১৬তম জন্মদিন। একটি নার্সিং হোমে বেশ ঘটা করে পালন করা হয় তার জন্মদিন। এসময় নার্সিং হোমের স্টাফ ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন। নিজের ১১৬তম জন্মদিনে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বিশ্বের সবচেয়ে এই বয়স্ক নারীকে। জন্মদিনের কেকের এক টুকরো মুখে নিয়ে বলেন, ‘বেশ সুস্বাদু।’ পরে একটু স্মিত হেসে বলেন, ‘আমি আরেকটু চাই।’ গত বছরের মার্চেও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তানাকা। ওই সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর ৬৬ দিন। জাপানে বয়স্ক ব্যক্তিদের সংখ্যা যে বেড়েই চলেছে, অন্তত তানাকার রেকর্ড সেই কথাই বলছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।