Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১৭ বছরে কেক কাটলেন তানাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (১১৭) হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন জাপানের দক্ষিণাঞ্চলের ফুকুওকা শহরের বাসিন্দা কেইন তানাকা। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২ জানুয়ারি ছিল কেইন তানাকার ১১৬তম জন্মদিন। একটি নার্সিং হোমে বেশ ঘটা করে পালন করা হয় তার জন্মদিন। এসময় নার্সিং হোমের স্টাফ ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন। নিজের ১১৬তম জন্মদিনে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বিশ্বের সবচেয়ে এই বয়স্ক নারীকে। জন্মদিনের কেকের এক টুকরো মুখে নিয়ে বলেন, ‘বেশ সুস্বাদু।’ পরে একটু স্মিত হেসে বলেন, ‘আমি আরেকটু চাই।’ গত বছরের মার্চেও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তানাকা। ওই সময় তার বয়স হয়েছিল ১১৬ বছর ৬৬ দিন। জাপানে বয়স্ক ব্যক্তিদের সংখ্যা যে বেড়েই চলেছে, অন্তত তানাকার রেকর্ড সেই কথাই বলছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেক

১৫ অক্টোবর, ২০২১
১০ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ