Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

তুর্কি বাহিনীর দ্বিমুখী হামলায় পিকেকে’র ২০ যোদ্ধা নিহত

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের সামরিক বাহিনীর হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ২০ গেরিলা নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাক্কারি প্রদেশে বিমান হামলা এবং পদাতিক বাহিনীর অভিযানে এসব গেরিলা নিহত হয়। এই হামলার ধরন দেখে মনে হচ্ছে, পিকেকের বিরুদ্ধে তুর্কি সরকার সেনা অভিযান জোরদার করেছে। গত শুক্রবার হাক্কারি প্রদেশের গভর্নর ইয়াকুপ কানবোলাত জানিয়েছেন, গত রাতে পুলিশবাহিনী পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালায়। এছাড়া তুর্কি জঙ্গিবিমান থেকে গেরিলাদের বিরুদ্ধে দুই দফা হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, নতুন এই অভিযানে একজন সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে। এদিকে, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে পিকেকে গেরিলাদের হামলায় শুক্রবার তিনজন পুলিশ সদস্য নিহত এবং চারজন আহত হয়েছে। গত বছর জুলাই মাস থেকে তুরস্ক সরকার অস্ত্রবিরতি ভেঙে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। এদিকে, কুর্দিদের বিরুদ্ধে এই অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তুরস্ককে এই অভিযানের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। তাদের মতে, তুরস্কের এই অভিযানে আদতে লাভ হবে আইএসের। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুর্কি বাহিনীর দ্বিমুখী হামলায় পিকেকে’র ২০ যোদ্ধা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ