মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পুলিশের গাড়িতে বসে জন্মদিনের কেক কাটছেন খুনের দায়ে অভিযুক্ত রোশন ঝাকে! এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনি এক ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। সোমবার এক প্রতিবেদনে বলা হয়, খুনের দায়ে অভিযুক্ত রোশন ঝাকে জেল থেকে মহারাষ্ট্রের কল্যাণের একটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় জেলের বাইরে জন্মদিন উপলক্ষে রোশনের অনুসারীরা কেক নিয়ে হাজির হন। জেল থেকে বেরোনোর পরই পুলিশের গাড়িতে জানলার পাশে বসে সেই কেক কাটেন তিনি। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তার অনুসারীরা। পরে ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়িতে কী ভাবে একজন আসামি জন্মদিনের কেক কাটতে দেওয়া হল, এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। পুলিশ সূত্রে জানা গেছে, উলহাসনগরের বাসিন্দা রোশন এলাকায় সন্ত্রাসী হিসেবেই পরিচিত। খুন, চাঁদাবাজিসহ তার নামে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।