পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীতে তিতাস গ্যাসের কর্মকর্তা সেজে প্রতারণার দায়ে পাঁচ জনকে আটক করেছে সিআইডি। রাজধানীর যাত্রাবাড়ি ও মতিঝিল এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল এ তথ্য জানিয়েছেন সিআইডির সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) শারমিন জাহান।
আটকরা হলেন- মো. শাহাদত খান (৪৫) মো. আফতাই উদ্দিন রাহাত (২৪), মো. জাহিদুর রহমান ওরফে জাবেদ (৪৩), জাহাঙ্গীর আলম (৫০) ও মো. ফরিদ হোসেন ওরফে আসলাম (৪০)।
সিআইডির সিনিয়র পুলিশ সুপার শারমিন জাহান জানান, গত শনিবার দুপুর পৌনে ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ি ও মতিঝিল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয়। আটকরা রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে ও বানিজ্যিক ভবনে এবং রেস্তোরায় তিতাস গ্যাসের অফিসার ও ঠিকাদার পরিচয় দিয়ে লাইন সংযোগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তারা তিতাস গ্যাসের লাইন সংযোগকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ওই চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।