রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের কাছিমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়–য়া মোছা. লিলি আক্তার (১৩) ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লিলি আক্তার চাপিলা কান্দা গ্রামের মৃত মীর হোসেনের মেয়ে। খবর পেয়ে রোববার সকালে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ভাই সেলিম বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে যার যার মতো ঘুমিয়ে পড়ি। আমার চার বছরের ছোট ছেলে আলিফকে নিয়ে লিলিও ঘুমিয়ে পড়ে। ভোরে আলিফের কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙে। পরে ঘরের দরোজায় গিয়ে ডাকাডাকি করলেও লিলির সাড়া শব্দ না পেয়ে দরোজা ভেঙে দেখি লিলি আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।