Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঞ্চলিক উত্তেজনা কমাতে সংযমের আহ্বান সউদীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ৪:৩২ পিএম

ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় সউদী আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ করেনি। রোববার এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
আঞ্চলিক উত্তেজনা কমাতেই সউদী আরবের আগ্রহ বলে বলে জানা গেছে। এই হত্যাকান্ডের ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সউদী আরব।
এক সউদী কর্মকর্তা এএফপিকে বলেন, মার্কিন হামলার বিষয়ে সউদী আরবের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে দ্রæত উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখা পদক্ষেপের বিষয়ে সতর্ক থেকে সংযম চর্চায়ই গুরুত্ব দিচ্ছে তারা। কারণ এতে মারাত্মক পরিণতি নিয়ে আসতে পারে।
সউদী আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই আহ্বান জানিয়েছে। আর শনিবার ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালেহকে ফোনে উত্তেজনা কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে জোর দিয়েছেন সউদী বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
দেশটির সংবাদসংস্থা জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদিকে আলাদা ফোন করে পরিস্থিতি শান্ত করতে ও উত্তেজনা কমাতে আহ্বান জানিয়েছেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সংযমের আহ্বান জানাতে উপপ্রতিরক্ষামন্ত্রী ও ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমানকে নির্দেশনা দিয়েছেন দেশটির সিংহাসনের এই উত্তরসূরি। আশসারক আল-আওসাত পত্রিকার খবরে এমন তথ্য জানা গেছে। পত্রিকাটি বলছে, হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রিন্স খালিদ।
সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত দেশদুটি যুক্তরাষ্ট্রের মিত্র। বিশ্লেষকরা বলছেন, ইরানি পাল্টা হামলার ঝুঁকিতে রয়েছে তারা। এর আগে সেপ্টেম্বরে সউদী তেল স্থাপনায় বিপর্যয়কর হামলায় ইরানের মুখোমুখি না হওয়ার ক্ষেত্রে সহায়ক পদক্ষেপ নিয়েছে রিয়াদ ও আবুধাবি।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজসহ উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলার সক্ষমতা রয়েছে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর। কৌশলগত জলপথটি ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারে ইরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ