Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্বোডিয়ায় ভবন ধসে ২৪ জন নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১:২০ পিএম

কম্বোডিয়ায় একটি ভবন ধসে পড়ে অন্তত ২৪ জন নিহত ও অপর ২৩ জন আহত হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার উপকূলীয় কেপ শহরে ধসে পড়া সাত তলা ভবনটিতে এখনও অনেক শ্রমিক আটকা পড়ে রয়েছেন।
চীনা পর্যটক ও বিনিয়োগকারীদের ভিড় বাড়তে থাকায় কম্বোডিয়ায় সম্প্রতি ভবন নির্মাণের পরিমাণ বেড়েছে। গত বছর কম্বোডিয়ার প্রেয়াহ সিয়ানুক প্রদেশে একটি নির্মানাধীন ভবস ধসে পড়ে ২৮ জন নিহত হয়।
শুক্রবারের ভবস ধস প্রসঙ্গে কেপ শহরের গভর্নর কেন সাহা বলেছেন, এখন পর্যন্ত ২৪ জন মারা গেছে। তিন জনের মরদেহ এখনও ধ্বংসস্তুপ থেকে বের করতে না পারায় তাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।
ভবনটিতে এখনও বহু শ্রমিক আটকা পড়ে রয়েছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী হান সেন বলেছেন, আটকা পড়া শ্রমিকদের কাছে পৌছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য ভবনটির মালিক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম্বোডিয়া

১৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ