গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে মিরপুরের কালশীতে রাস্তা পারাপারে সময় একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যান জব্দ করা হলেও চালক পালিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই মিজানুর।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।