Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর নিয়ে যুদ্ধাশঙ্কা ক্রাইসিস গ্রুপের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কাশ্মীরে ভারতীয় বাহিনীর উপর কোন ধরণের গেরিলা হামলা হলে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ক্রাইসিস গ্রুপ তাদের রিপোর্টে এ ব্যাপারে সতর্ক করেছে। ‘২০২০ সালে যে ১০টি সঙ্ঘাতের দিকে নজর রাখতে হবে’ শীর্ষক রিপোর্টে গ্রুপটি বলেছে কাশ্মীরে গেরিলারা এখন নিরব রয়েছে, কিন্তু এখনও সক্রিয় রয়েছে তারা। রিপোর্টে বলা হয়েছে, “বিগত কয়েক বছর ধরে কাশ্মীরে ভারতের জোরালো সামরিক অভিযানের কারণে সেখানে একটা প্রজন্ম জেগে উঠেছে, সাম্প্রতিক দমন অভিযানের পর যারা আবার জেগে উঠতে পারে”। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় গেরিলা হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জন নিহত হওয়ার পর ভারতের জঙ্গি বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছিল। জবাবে পাকিস্তান কাশ্মীরের আকাশে বিমান হামলা চালিয়েছিল এবং ভারতীয় একটি বিমানকে ভূপাতিত করেছিল। ওই বিমানের পাইলট ধরা পড়লেও পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার তাকে মুক্তি দেয়। ক্রাইসিস গ্রুপ সতর্ক করে দিয়ে বলেছে যে, কাশ্মীরে ভারতীয় বাহিনীর উপর পুলওয়ামা স্টাইলের যে কোন হামলা হলে পাকিস্তানের উপর ভারত আবার হামলা করতে পারে। রিপোর্টে বলা হযেছে, “সবচেয়ে খারাপ পরিস্থিতি যেটা হতে পারে, সেটা হলো দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে”। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ