Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্ব নিয়েই পাকিস্তানে হামলার হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ৬:১৬ পিএম

ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুমকি দিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ উল্লেখ করে তিনি দাবি করেছেন দেশটিতে হামলা চালানোর পূর্ণ অধিকার ভারতের আছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দায়িত্ব নেওয়ার পরই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। খবর আনন্দবাজারের।

সাক্ষাৎকারে জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বলেন, জঙ্গি দমনের কৌশল আমাদের জানা। কিন্তু রাষ্ট্র কিংবা পাকিস্তানের মদতে চলা সন্ত্রাসবাদ দমনের জবাব দিতেও আমরা সমানভাবে প্রস্তুত।

তিনি বলেন, ‘মদদপুষ্ট সন্ত্রাসবাদ দমনে আমাদের পর্যাপ্ত কৌশল আছে। যদি পাকিস্তান সেই কাজ বন্ধ না করে, তাহলে সন্ত্রাসবাদ দমনে ওদের ওপর হামলা চালানোরও পূর্ণ অধিকার আমাদের আছে।’

অভিযোগ করে নারভানে বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসেবে দত্তক নিতে চেষ্টা করছে। যেটা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে ওরা (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যেতে চায়। কিন্তু এই কৌশল দীর্ঘদিন চলতে পারে না। সবসময় আপনারা মানুষকে বোকা বানাতে পারবেন না।’

এ সময় ভারতের সেনাবাহিনী নিয়ে তিনি বলেন, ‘আমার সবার প্রথম কাজ হবে, বাহিনীকে এমনভাবে প্রস্তুত করা যাতে যেকোনো শত্রুকে ওরা সহজেই দমন করতে পারে।’
মঙ্গলবার ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি দেশটির ২৮তম সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন। জেনারেল নারাভানে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি ও ভারতীয় সেনা অ্যাকাডেমির সাবেক ছাত্র। ১৯৮০ সালের জুনে তিনি যোগ দেন ‘শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট'-এ। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে জেনারেল নারাভানে বহু দায়িত্ব পালন করেছেন। তিনি জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়ন এবং পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন।



 

Show all comments
  • jack ali ১ জানুয়ারি, ২০২০, ৮:২৫ পিএম says : 0
    May Allah destroy him. Ameen
    Total Reply(0) Reply
  • Mohosin ali raju ১ জানুয়ারি, ২০২০, ১১:১৬ পিএম says : 0
    ওনার হুংকার এর বাস্তবায়ন দেখতে চা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ