গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মোটরসাইকেল দুর্ঘটনায় রাজধানীর মধ্য বাড্ডায় নয়ন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু সোহেল (২৫)। আজ ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সোয়া ৫ টায় নয়নকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মৃত আ. খালেকের ছেলে নয়ন। থাকতেন পূর্ব রামপুরা মোল্লা বাড়ি এলাকায়। পেশায় ডিস এন্টিনার কাজ করতেন তিনি। আর তার বন্ধু সোহেল ডিম ব্যবসায়ী।
নিহত নয়নের বোন রাবেয়া আক্তার জানান, তারা দু’জন মিলে রাতে সোহেলের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেল চাচ্ছিলো নয়ন। মধ্য বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে ইউটার্ন করার সময় আইল্যান্ডের সঙ্গে লাগে। এতে তারা দ’জনই ছিটকে পড়ে যায়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।