Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষ উদযাপনেও দিল্লিতে নাগরিকত্ব আইনবিরোধী স্লোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২০, ১০:৪৪ এএম

প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লির দক্ষিণাঞ্চলের শাহিন বাগ এলাকায় অবস্থান নিয়ে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। মঙ্গলবার রাতে তাদের প্রতি সংহতি জানাতে সেখানে সমবেত হয় শহরের সব এলাকার মানুষ। ‘আজাদি’ স্লোগানের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরকে স্বাগত জানায় তারা। এছাড়া জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও একই ধরনের আয়োজনে নববর্ষকে স্বাগত জানানো হয়েছে।

তীব্র শীতেও দিল্লিতে নববর্ষ উদযাপনে সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী স্লোগান দেওয়া হয়েছে

গত ১২ ডিসেম্বর ভারত নাগরিকত্ব আইন সংশোধনের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলা এই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। তবে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়ে আসছেন আয়োজকেরা।

দিল্লির শাহিন বাগ এলাকায় দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়ে মাঝখানে দুই সপ্তাহ ধরে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে যোগ দেন মালভিয়া নগরের নিতেশ সিং। বন্ধুদের সঙ্গে সেখানে আসা নিতেশ বলেন, ‘এই সংশ্লিষ্ট কোনও বিক্ষোভে অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় আজ আমি এখানে এসেছি’। শিল্পী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যোগ দিয়েছে ওই বিক্ষোভে। তীব্র শীতের মধ্যে ওই বিক্ষোভে অংশ নেওয়া গৃহকর্ত্রী ফিরদাউস বলেন, ‘অধিকারের জন্য লড়তে আমরা বাইরে বেরিয়ে এসেছি’।

তবে ওই এলাকা খালি করে দিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষের চাপে রয়েছেন বিক্ষোভকারীরা। এই সপ্তাহে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে’ বিঘ্ন ঘটছে দাবি করে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় বিজেপি নেতারাও ওই এলাকা খালি করার আহ্বান জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছেন।

মেরাজ খান নামে এক আয়োজক বলেছেন, সাম্প্রদায়িক মন্তব্য করেও বিক্ষোভ নস্যাতের চেষ্টা হয়েছে। তবে পুলিশ সদস্যরা আমাদের বলেছে বিক্ষোভ শান্তিপূর্ণ হলে তারা আমাদের সরিয়ে দেবে না।



 

Show all comments
  • Khairul shahjalal ৩ জানুয়ারি, ২০২০, ১:৪৬ এএম says : 0
    This is at like hitler.this government forget he have to die one day.he is rubbish
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ