মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েক হাজার বিক্ষোভকারী হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।
রবিবার মার্কিন হামলায় আধাসামরিক বাহিনীর ২৫ জনেরও বেশি যোদ্ধা নিহতের ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা মঙ্গলবার এ হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়, বাগদাদের হাই সিকিউরিটি গ্রিন জোন এলাকার তল্লাশি চৌকি দিয়ে মিছিল নিয়ে দূতাবাসের দিকে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। সাধারণত, এসব তল্লাশি চৌকি দিয়ে যাতায়াতে কড়াকড়ি থাকে।
এ সময় বিক্ষোভকারীদের ‘আমেরিকা ধ্বংস হোক’ ¯েøাগান দিয়ে মার্কিন পতাকা পোড়াতে দেখা যায়। দূতাবাস বন্ধ করার দাবি সম্বলিত পোস্টারও দেখা যায় তাদের হাতে।
দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে আসার আগে ইরান সমর্থিত কাতায়েব হেজবুল্লাহ মিলিশিয়ার ২৫ যোদ্ধার জানাজা পড়ে তারা।
তারা দেয়াল থেকে নিরাপত্তা ক্যামেরা সরিয়ে ফেলে। এ সময় ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে।
সাংবাদিকরা জানান, বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের পতন হোক’ ¯েøাগান দিতে দিতে দূতাবাস ভবনে হামলে পড়ার চেষ্টা করে। দূতাবাসের বাইরের নিরাপত্তা ক্যামেরা ভাঙচুর এবং পানির বোতল নিক্ষেপ শুরু হলে নিরাপত্তারক্ষীদের ভবনের ভেতরের দিকে চলে যেতে দেখা যায়।
এ সময় বিক্ষোভকারীরা ইরান সমর্থিত কাতায়েব হেজবুল্লাহ মিলিশিয়ার হলুদ পতাকা দূতাবাসের দেয়ালে ঝুলিয়ে দেয়।
আলজাজিরা জানায়, বিক্ষোভের কারণে মার্কিন রাষ্ট্রদূত ও কর্মকর্তা-কর্মচারীদের দূতাবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার ইরাক ও সিরিয়ায় কাতায়েব হেজবুল্লাহ মিলিশিয়ার সদরদপ্তরসহ পাঁচটি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ২৫ যোদ্ধা নিহত হন। আহত হন আরও ৫৫ যোদ্ধা।
গত ২৭ ডিসেম্বর কিরকুকে একটি ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন সামরিক কন্ট্রাক্টর নিহত ও কয়েকজন মার্কিন সেনা আহত হওয়ার পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।