Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংশোধনী আইন বাতিলে কেরালার বিধানসভায় প্রস্তাব পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ৪:৫৫ পিএম

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে দেশটির কেরালা প্রদেশের বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে। ভারতের সংশোধিত এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রবল বিক্ষোভের মাঝে মঙ্গলবার কেরালার বিধানসভায় প্রস্তাবটি পাস হয়।
বিধানসভার বিশেষ অধিবেশনে মঙ্গলবার রাজ্যের ক্ষমতাসীন সিপিআই (এম)- এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাবে সমর্থন জানায়। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপির একমাত্র সদস্য ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজাগোপাল।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের আনা এই প্রস্তাব বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে পাস হয়। প্রস্তাবটি উত্থাপনের সময় বিজয় পিনারাই বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি ও আদর্শের পরিপন্থী। কিছু সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার মাধ্যমে এই আইনে ধর্মীয় বৈষম্য দেখা দেবে।
তিনি বলেন, সংবিধানের নীতি ও মূল্যবোধের সঙ্গে এই আইন সাংঘর্ষিক। দেশের মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনা করে সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শ অক্ষুণœ রাখতে নাগরিকত্ব সংশোধনী আইনটি কেন্দ্রের বাতিল করা উচিত।
ভারতের জাতি-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ বিতর্কিত এই নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছেন উল্লেখ করে কেরালার এই মুখ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে ভারতের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে কোনো ধরনের বন্দিশিবির নির্মিত হতে দেবেন না বলে সতর্ক করে দিয়েছেন পিনারাই বিজয়।
সূত্র : এনডিটিভি।



 

Show all comments
  • S A Bashar Ahmed ১ জানুয়ারি, ২০২০, ৮:২২ পিএম says : 0
    ঘখন সোজা আংগুলে ঘি ওঠে না।তখন আংগুল একটু বাকা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • S A Bashar Ahmed ১ জানুয়ারি, ২০২০, ৮:২৩ পিএম says : 0
    ঘখন সোজা আংগুলে ঘি ওঠে না।তখন আংগুল একটু বাকা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে।
    Total Reply(0) Reply
  • S A Bashar Ahmed ১ জানুয়ারি, ২০২০, ৮:২৩ পিএম says : 0
    ঘখন সোজা আংগুলে ঘি ওঠে না।তখন আংগুল একটু বাকা করুন দেখবেন সব ঠিক হয়ে গেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ