গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে কনস্টেবল মারা গেছেন ভিক্টোরিয়া পার্কের সামনে বাসচাপায়। অপরজন নিহত হয়েছেন শ্যামপুরের ওটোবি তেলপাম্পের সামনে। তিনি অটোরিকশার নিচে পড়ে নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়া ধোলাইপাড় এলাকায় মারা গেছেন শরীফ নামে এক যুবক। আজ সকালে এসব দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাজধানীর সূত্রাপুর ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় বাসচাপায় নিহত ট্রাফিক কনস্টেবলের নাম হেমায়েত হোসেন (৫০)। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তার বাড়ি নড়াইল কালিয়া উপজেলার বাবরা গ্রামে। বর্তমানে ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনের দায়িত্বরত ছিলেন।
রাজধানীর শ্যামপুর ওটোবি তেলপাম্পের সামনে অটোরিকশার নিচে চাপা পড়ে আনুমানিক ৬০ বছরের অজ্ঞাত এক ব্যক্তি মারা যান। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।
অটোচালক জাহিদুল ইসলাম জানান, পোস্তগালা থেকে ওই লোক অটোতে ওঠেন। তার নামার কথা ছিলো ঢাকা ম্যাচ এলাকায়। কিন্তু পথিমধ্যে অটোবি তেল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অভারটেক করার সময় একটি ট্রাক অটোরিকশাকে চাপ দেয়। ফলে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাকি যাত্রীদের তেমন কিছু না হলেও ওই লোকের মাথার ওপর চাপা পড়ে অটোরিকশা। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হলের সামনে সড়ক দুর্ঘটনায় শরিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক ১২টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শরীফের ভাই জানান, তিনি একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামে। বর্তমানে ধোলাইপাড় এলাকায় পরিবার নিয়ে থাকতেন। বাবা মৃত সেনো মিয়ার ৫ সন্তানের মধ্যে তৃতীয় তিনি। শরীফ দুই মেয়ের জনক ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।