প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন তিনটি নাটকের টাইটেল গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। ‘বকুলপুর’, ‘চাঁন বিরানী’ ও ‘মহাঝামেলা’ শিরোনামের তিনটি নাটকই পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এরমধ্যে ‘বকুলপুর’ নাটকের টাইটেল গানটির সংগীত পরিচালক ইমন সাহা, কন্ঠশিল্পী কোনাল। আর ‘মহাঝামেলা’ ও ‘চাঁন বিরানী’ নাটক দুটির সুরকার ও কন্ঠশিল্পী নাজির মাহমুদ। সংগীত করেছেন মুশফিক লিটু। নতুন এই তিনটি নাটকের টাইটেল গান লেখা প্রসঙ্গে গীতিকার আশিক বন্ধু বলেন, ‘তিনটি নাটকের গল্পই চমৎকার, ভিন্ন ভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তাই গান ৩টি লিখতে গিয়ে যথেষ্ট চিন্তা-ভাবনা করতে হয়েছে। এরইমধ্যে ‘বকুলপুর’ নাটকের টাইটেল গানটি দীপ্ত টিভির পর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে এশিয়ান টিভিতে ‘মহাঝামেলা’ নাটকের গানটিও শ্রোতারা গ্রহণ করেছে। এছাড়াও ‘চাঁন বিরানী’ নাটকের গানটি তৈরি হয়েছে, অচিরেই চ্যানেলে প্রচার শুরু হবে। নতুন তিনটি গান লিখতে পেরে আমি খুবই আনন্দিত। সকলে বেশ প্রশংসা করছেন গানগুলো নিয়ে। লেখার সুযোগ দেওয়ার জন্য পরিচালক কায়সার আহমেদকে ধন্যবাদ ও সম্মান জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।