Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী নজরুল ইসলামের গান নিয়ে সম্পার গবেষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সম্পা দাস একাধারে একজন শিক্ষক এবং এদেশের একজন প্রতিথযশা নজরুল সঙ্গীতশিল্পী। শিক্ষতার বাইরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঘিরেই থাকে তার ভাবনা ও গবেষণা। সম্পা দাসের একটি নিজস্ব ইউটিউব চ্যানেলে রয়েছে। নাম ‘এসডি নজরুল’। এই চ্যানেলে সম্পা দাসের নিজের গাওয়া পাঁচ শত গান রয়েছে। তবে সম্পা’র লক্ষ্য নজরুলের প্রকাশিত ৩১৭৬টি গানের বাইরেও যে আরো কিছু গান রয়েছে সেই গানগুলোর পেছনের গল্প জানা এবং সারা বিশ^কে তা জানানো। নজরুলের অপ্রকাশিত গানগুলো কোন রাগের কোন সুরের উপর করা সেসব তথ্য জানানোর লক্ষ্যেই সম্পা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। অবশ্য এই ক্ষেত্রে সম্পা নিজে আরো বেশি উৎসাহী হয়ে উঠছেন পিএইচডি করতে গিয়ে। কাজী নজরুলের উপর তিনি ডক্টরেট করছেন। সম্পা দাস ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ কর্মের ছাত্রী হলেও নজরুল’র উপর গবেষণা করছেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক আফসার আহমেদ’র অধীনে। তার বিষয় হচ্ছে ‘নজরুলের গানের চিত্রকল্প : প্রেম, দ্রোহ ও সমাজ ভাবনা’। মূলত গবেষণা করতে গিয়েই যেন সম্পা দাস নজরুল সম্পর্কে আরো অধিক তথ্য পাচ্ছেন, আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন নজরুল সম্পর্কে জানার, নজরুলকে বুঝার। সম্পা দাস বলেন, ‘আমি আমার অবস্থান থেকে আমাদের জাতীয় কবি নজরুলকে নিয়ে কাজ করে যাচ্ছি। হয়তো একদিন আমি থাকবো না। কিন্তু সারাবিশ^ নিশ্চয়ই একদিন জানবে, বুঝবে নজরুল কে ছিলেন। তিনি কতো বড় একজন মানুষ ছিলেন তা বুঝবেন। আমাদের নজরুল এখনো অনাবিষ্কৃত। তার কর্মময় জীবন ছিলো মাত্র বাইশ বছর। তার কবি সত্ত্বা, তার সঙ্গীত প্রতিভার বাইরেও যে আলাদা সত্ত্বা আছে তার পেছনের গল্পটা বের করে আনার চেষ্টা করছি। তিনি জাতীয় কবি, বিদ্রোহী কবির ঊর্ধ্বে। নজরুল ছিলেন মানুষের কবি। তার চিন্তাকে কোনভাবেই নির্দিষ্ট সীমানায় চিন্তা করা যায়না। আমি আমার এই কাজে নিজেকে নিবেদিত করে রেখেছি। একটি ছোট্ট উদাহরণ দিয়েই বলতে চা , নজরুল তার গানে বলেছেন জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায় রামধনু হতে লাল রং ছানি আলতা পরাব পায়..। কী অসাধারণ কথা, আমাদের যান্ত্রিক জীবনে প্রেমের এই বোধ হারিয়ে গেছে বলেই আজ চারিদিকে এতো এতো সমস্যা। যদি প্রেম’এ কবির মতো এই বোধ থাকতো তাহলে আজকের প্রেমও হয়ে উঠতো শ^াশ^ত সুন্দর।’ সম্পা দাস দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রাজধানীর লালমাটিয়া কলেজে সমার্জ কর্ম বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। তার দুটি অ্যালবামও আছে। একটি ২০১৪ সালে জি সিরিজ থেকে প্রকাশিত ‘কোথায় ঘন শ্যাম’ এবং ২০১৭ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘আঁধারে বাঁধ অগ্নিসেতু’। সম্পা দাস বিভিন্ন সময়ে গানে তালিম নিয়েছেন নীলুফার ইয়াসমিন, ওস্তাদ ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফাতেমা তুজ জোহরার কাছে। বর্তমানে কলকাতার অরুন ভাদুরীর কাছে তালিম নিচ্ছেন।

 



 

Show all comments
  • সাঈদ আহমদ আনীস ৩০ ডিসেম্বর, ২০১৯, ৮:০৫ পিএম says : 0
    আমার প্রিয় শিল্পি সম্পা দাসকে নজরুল সঙ্গীতের একজন প্রতিভাময়ী হিসেবে জানতাম । পরে জেনেছি, তিনি নজরুলের ওপর গবেষণা করছেন, শিগগিরই পিএইচডি গ্রহণ যেমন করতে যাচ্ছেন, তেমনি গ্রন্হাকারে তা পাঠক সম্মুখে আসবে । নানা ব্যস্ততার মাঝে শিল্পির এই কর্মটি দেখার প্রত্যাশায় থাকলাম । সম্পার সুস্বাহ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ।
    Total Reply(0) Reply
  • সাঈদ আহমদ আনীস ৩০ ডিসেম্বর, ২০১৯, ৮:০৫ পিএম says : 0
    আমার প্রিয় শিল্পি সম্পা দাসকে নজরুল সঙ্গীতের একজন প্রতিভাময়ী হিসেবে জানতাম । পরে জেনেছি, তিনি নজরুলের ওপর গবেষণা করছেন, শিগগিরই পিএইচডি গ্রহণ যেমন করতে যাচ্ছেন, তেমনি গ্রন্হাকারে তা পাঠক সম্মুখে আসবে । নানা ব্যস্ততার মাঝে শিল্পির এই কর্মটি দেখার প্রত্যাশায় থাকলাম । সম্পার সুস্বাহ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ