Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাবেক এমপি ফজিলাতুন্নেসা বাপ্পি লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ৪:৫৩ পিএম
রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি গুরুতর অসুস্থ। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত বাপ্পিকে শনিবার হাসপাতালের ৩১২ নম্বর ক্যাবিনে ভর্তি করা হয়। তার অবস্থায় অবনতি হলে রোববার সকালে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

যুব মহিলা লীগ নেতা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ফজিলাতুন্নেসা বাপ্পি নবম ও দশম সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। বাপ্পির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়। তার রোগমুক্তিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইফ সাপোর্ট

১৬ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ