বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লাইফ সাপোর্টে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। বুধবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউ থেকে নেয়া হয় ভেন্টিলেশনে। জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পরলে দুইদিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এডভোকেট লুৎফুর রহমানকে। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই লাইফ সাপোর্টে নেয়া হয় তাঁকে। খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, কার্যকরী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ। এসময় বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমানের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন তারা। এদিকে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে দেখতে গিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক। এসময় তিনি পরিবারের লোকজন ও চিকিৎসকের সাথে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজবর নেন। বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন সিলেটে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।