Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, হিজাব-টুপি পরে গির্জায় প্রার্থনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ৫:১৯ পিএম | আপডেট : ৫:২০ পিএম, ২৮ ডিসেম্বর, ২০১৯

নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত জুড়ে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাল কেরালার এক গির্জা। সেখানে ক্রিসমাসের সময় অভিনবভাবে প্রতিবাদ জানালেন ক্রিস্টানরা। কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, ‘পোশাক দেখে ধর্ম বোঝা যায়।’ সেই মন্তব্যকে কটাক্ষ করতেই মাথায় টুপি ও হিজাব পরে গির্জায় ক্রিসমাস ক্যারল (ধর্মীয় সঙ্গীত) গাইলেন কেরালার ক্রিস্টানরা।

কেরালার পাথানামিত্তিথা জেলায় কোঝেনচেরিতে সেন্ট টমাস মার টমা চার্চে গত ২৩ ডিসেম্বর রাতে এভাবে প্রতিবাদ জানানো হয়। সেখানে একত্রে খ্রিস্টানদের ধর্মীয় সঙ্গীত পরিবেশনের সময় ছেলেদের মাথায় টুপি ও মেয়েদেরকে হিজাব পরা অবস্থায় দেখা যায়। এ বিষয়ে চার্চের অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট ড্যানিয়েল কে ফিলিপ বলেন, ‘মুসলিম ও অপর যে সম্প্রদায়গুলি নাগরিকত্ব আইন নিয়ে চিন্তিত, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই।’

গির্জাটিতে ক্যারল গাওয়া হয়েছে মাপ্পিলা গানের আঙ্গিকে। মাপিল্লা গান ওই অঞ্চলের মুসলিমদের ঐতিহ্যের অঙ্গ। ড্যানিয়েল কে ফিলিপ বলেন, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমিই ওইভাবে ক্যারল গাওয়ানোর কথা ভেবেছিলাম। কয়ার গানের দলের সদস্যরাও তাতে সায় দিয়েছেন।’ পরে তিনি বলেন, ‘যিশু খ্রিস্ট তার জন্মের পরদিনই উদ্বাস্তু হয়েছিলেন। যারা উদ্বাস্তু হয়েছেন বা হবেন বলে ভয় পাচ্ছেন, তাদের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাই। তা হল, আমরাও তোমাদের দুশ্চিন্তার শরিক।’

ঘটনাটির ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন কংগ্রেস নেতা শশী থারুর। সেখানে তিনি বলেন, ‘এই হচ্ছে আমাদের ভারত, আমাদের ধর্মীয় ঐক্যকে কেউ ভাঙতে পারে না। দয়া করে দেখুন এই তরুণরা কীভাবে তাদের পোশাকের মাধ্যমে ক্রিসমাস ক্যারলে ভারতীয় মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল এবং সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।’ সূত্র: দ্য ওয়াল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ