মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্পাদনার কাজে ২৭ বছর আগের সিনেমা থেকে ডোনাল্ড ট্রাম্প অভিনীত কয়েক সেকেন্ডের একটি দৃশ্য বাদ দেয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদ করেছেন তার অনুগামীরা। এটি ছিল হলিউডের অন্যতম বিখ্যাত সিনেমা। ১৯৯২ সালে ‘হোম অ্যালোন ২’-এর একটি দৃশ্যে অভিনয় করেছিলেন ট্রাম্প। তিনি তখন নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী।
দৃশ্যটিতে দেখা গিয়েছিল, বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট্ট কেভিন ডনকে জিজ্ঞেস করছে হোটেল লবি কোনদিকে? উত্তরে ট্রাম্প লবির পথ দেখিয়ে দিচ্ছেন।
কানাডার জাতীয় সম্প্রচারক সংস্থা সিবিসি জানিয়েছে, বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের দৃশ্যটি ছাড়াও মোট আট মিনিট বাদ দেয়া হয়েছে ওই সিনেমা থেকে। কিন্তু প্রেসিডেন্টের অনুগামীরা সে কথা শুনবেন কেন? তাদের অভিযোগ, এ সব বামপন্থী সম্প্রচারকের চক্রান্ত। ‘মজা করে’ টুইট করেছেন ট্রাম্পও। প্রতিবাদ জানিয়েছে তার ছেলেও। সূত্র: সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।