মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপানে এ বছর জন্মহার কমার ক্ষেত্রে রেকর্ড হয়েছে। সেই সঙ্গে বেড়েছে মৃত্যুহারও।
সম্প্রতি জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ওই দেশে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ৮ লাখ ৬৪ হাজার, যা ১৮৯৯ সালের পর সর্বনিম্ন। এছাড়া ২০১৮ সালের তুলনায় এ বছর নবজাতকের সংখ্যা ৫৪ হাজার কমে গেছে।
এদিকে জাপানে মৃত্যুহারও এ বছর রেকর্ড ছুঁয়েছে। ২০১৯ সালে জনসংখ্যা কমেছে ৫ লাখ ১২ হাজার, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ।
বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণ জনসংখ্যা এখন জাপানে। এখানকার জনসংখ্যার প্রায় ২০ শতাংশের বয়স ৬৫ এর বেশি।
২০১৮ সালে জাপানের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪ লাখ। ধারণা করা হচ্ছে, ২০৬৫ সালে এ সংখ্যা দাঁড়াবে ৮ কোটি ৮ লাখে।
তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২০৩০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ১০ কোটির নিচে যাওয়া রোধ করতে চান। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এজন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালে ওই দেশের সরকার ৩ থেকে ৫ বয়সী শিশুদের প্রি-স্কুলের জন্য ১৮ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে। এছাড়া ২ বছর বয়সী শিশু এবং স্বল্প আয়ের পরিবারের শিশুর জন্য ডে-কেয়ারের ব্যবস্থা করেছে।
দেশটির জনসংখ্যা কমে যাওয়ার কারণে শ্রমশক্তি কমে যাচ্ছে। অন্যদিকে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবা এবং অবসরকালীন ভাতা বাবদ ব্যয় বাড়ছে।
শুধু জাপান নয়, ইউরোপের অনেক দেশই শিশু জন্মহার নিয়ে একই সমস্যায় ভূগছে। সেই সঙ্গে বাড়ছে প্রবীণের সংখ্যা। ধারণা করা হচ্ছে, আগামীতে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও জাপানের মতোই একই সমস্যা দেখা দেবে। সূত্র: সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।