Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকের কিরকুকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ পিএম

উত্তরাঞ্চলীয় ইরাকে রকেট হামলায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঠিকাদার নিহত এবং কয়েকজন আমেরিকান ও ইরাকি সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে আরব নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

কিরকুকের কাছেই ইরাকি সামরিক কম্পাউন্ডে ৩০টি রকেট হামলার ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন সেনাবাহিনীরও একটি ঘাঁটি রয়েছে।
হামলায় কতজন সেনা আহত হয়েছেন কিংবা তাদের অবস্থা কতটা গুরুতর, এমন কোনো বিস্তারিত তথ্য দেননি কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার আগে নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তারা।

গত কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে ওই কম্পাউন্ডে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে ইরান-সমর্থিত যোদ্ধাদের দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।
গত পহেলা অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভে সাড়ে চারশর বেশি লোক নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও তাজা গুলিতে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। এতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল-মাহদি গত মাসে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ