Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম


নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৯ দিন পর আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার মাঝগাঁও দক্ষিণপাড়া গ্রামের মৃত সিফাতুল্লাহ মোল্লার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে স্থানীয় বাজারে চা খেতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনরা থানায় জিডি করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ভবানীপুর গ্রামের এক ব্যাক্তি হাঁস খুজতে খুঁজতে বিলের মধ্যে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে লোকমুখে শুনে নিহতের স্বজনেরা এসে লাশটি নিখোঁজ আব্দুস সাত্তারের বলে নিশ্চিত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ