Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহামেডান সমর্থক দলের নতুন কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৯:৩৪ পিএম

এসএম আলমগীর আবুল’কে সভাপতি ও এফএম রফিক উদ্দিন’কে সাধারণ সম্পাদক করে মোহামেডান সমর্থক দলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার মতিঝিলস্থ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এক বিশেষ জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি- মো: নুরুল হক মোল্লা, সহ-সভাপতি- মেসবাহউদ্দিন আহমেদ রেজা, হাবিবুর রশীদ হাবিব, মো: জুবের আলম খান রবিন, হাজী মো: আবু তাহের ও জুবায়ের কবীর চৌধুরী নিপু। যুগ্ম সম্পাদক- মো: আনিছুর রহমান বাবু ও গিয়াস উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক- মো: নাসির উদ্দিন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক- মো: নুরুজ্জামান পলাশ, অর্থ সম্পাদক- মো: এরশাদুল আলম, সহ-অর্থ সম্পাদক- সৈয়দ মো: আব্দুল কাহার সিদিবদকি, প্রচার সম্পাদক- মো: জাহিদুল হক, সহ-প্রচার সম্পাদক- মো: জাকির হোসেন, দপ্তর সম্পাদক- মামুন হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক- মো: জসিম উদ্দিন, ক্রীড়া সম্পাদক- মো: ওমর ফারুক, সাংস্কৃতিক সম্পাদক- গাজী সাব্বির আহমেদ, সহিত্য ও প্রকাশনা সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব ও সমাজকল্যাণ সম্পাদক- মো: আনোয়ার হোসেন। কার্যনির্বাহী সদস্য- মো: মোতাহারুল হক, সফিউদ্দিন আহমেদ সেন্টু, এমএ মতিন মিল্টন, আব্দুস সাত্তার, ফারুক আহমেদ পিজু, আল মামুন পান্না, মোহাম্মদ আল-আইমন, মো: মাসুম বিল্লাহ ও হুমায়ুন কবীর। এই কমিটির কার্যক্রম আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ