Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম দুনিয়ার ক্ষোভ বাড়ছে, চিন্তায় ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৪:৩৩ পিএম | আপডেট : ৪:৪৫ পিএম, ২৫ ডিসেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়া বা তুরস্কের মতো মুসলিম দেশগুলোও গত কয়েক মাস ধারাবাহিক ভাবে মোদি সরকারের সমালোচনা করে এসেছে। তবে ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন)-তে কিছুটা হলেও নয়াদিল্লির পাশে থেকেছে আরব দেশগুলো। সেই পাশে থাকার মূল কারণ ছিল অবশ্যই বাণিজ্যিক। কিন্তু নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে ক্রমশ ক্ষোভ বাড়ছে গোটা মুসলিম দুনিয়ারই। অভিযোগ উঠছে, ভারতে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কূটনৈতিক শিবিরের মতে, বিষয়টি সরকারের কাছে আগামী দিনগুলিতে বড় চাপের কারণ হয়ে উঠতে পারে। এখন সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকেও নেতিবাচক বার্তা পাচ্ছে ভারত।

সম্প্রতি দিল্লির এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কয়েক বছরে পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক প্রসারিত হয়েছে। ভারতের কাছে তা সম্পদস্বরূপ। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ‘প্রসারিত সম্পর্ক’ যে অনেকটাই ধাক্কা খেতে চলেছে তা একের পর এক ঘটনায় স্পষ্ট। ঘরোয়া রাজনীতি ও কেন্দ্রীয় নীতি প্রণয়নের জন্য পররাষ্ট্রনীতির প্রশ্নে কতটা সমঝোতা করা হবে, এখন সেটাই বড় চ্যালেঞ্জ সাউথ ব্লকের সামনে।

বিজেপি সরকারের কাছে সবচেয়ে চিন্তার বিষয় হল, যে সুরে ও ভাষায় ৫৭টি মুসলমান রাষ্ট্রের সংগঠন ওআইসি সমালোচনা করতে শুরু করেছে, তার প্রভাব সংশ্লিষ্ট রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্কে পড়তে পারে। দু’দিন আগেই ওআইসি-র পক্ষ থেকে বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কোণঠাসা হচ্ছে। গোটা প্রক্রিয়া এবং পরিস্থিতির দিকে নজর রাখছে উদ্বিগ্ন ওআইসি। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ডে ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে যে যে সনদ রয়েছে, তার থেকে যদি ভারতে অন্য কিছু হয়, তা হলে তা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। মুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারকে ওআইসি-র পক্ষ থেকে সরাসরি অনুরোধ করা হয়েছে।

অথচ এই ওআইসি-তে গত বছরেই প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে ডাক পায় ভারত। প্রতিবাদে সম্মেলন বয়কট করে পাকিস্তান। তখন বিষয়টিকে কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরতে পিছপা হয়নি নয়াদিল্লি। ভারতে মানবাধিকার লঙ্ঘনের চিত্র প্রতিনিয়ত আন্তর্জাতিক মহলে তুলে ধরছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: এনডিটিভি, এবিপি।



 

Show all comments
  • Md Azadul Islam ২৫ ডিসেম্বর, ২০১৯, ৫:৩২ পিএম says : 0
    মুসলিম দেশ গুলির প্রধানরা যদি নির্যতিত মুসলিমদের পক্বে কথা বলত তবে বিধর্মীরা কিছুই করতে পরত না।
    Total Reply(0) Reply
  • saif ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:০৮ পিএম says : 0
    তা কখনওই হবে না, কারন অ্যামেরিকা আর ইসরাইল।
    Total Reply(0) Reply
  • habib ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৪ পিএম says : 0
    Muslim country should take action instead of condemn or criticism...Muslim leader should protect oppress Muslim around the world.
    Total Reply(0) Reply
  • Md Shahidul Islam ৩১ ডিসেম্বর, ২০১৯, ৯:৪৭ পিএম says : 0
    মুসলিম দেশ গুলির প্রধানরা যদি নির্যতিত মুসলিমদের পক্বে কথা বলত তবে বিধর্মীরা কিছুই করতে পরত না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ