মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা কাটাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) ঘোরতর বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এনপিআর হল এনআরসি-র প্রথম ধাপ। তাই চলতি মাসে রাজ্য জুড়ে যে এনপিআর প্রশিক্ষণের কাজ শুরু হয়েছিল, তা স্থগিত করে দেয় মুখ্যমন্ত্রীর সরকারি দপ্তর নবান্ন। এনপিআর করবে না বলে জানায় কেরালা রাজ্য সরকারও। ফলে অস্বস্তিতে পড়েছেন নরেন্দ্র মোদি-অমিত শাহেরা।
মঙ্গলবার একটি টেলিভিশন চ্যানেলে অমিতের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি প্রয়োজনে বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। তাদের বোঝানোর চেষ্টা করব। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাব।’
এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী কী বলবেন জানি না। কিন্তু কেউ যদি মুখ্যমন্ত্রীকে বোঝাতে চান, তা হলে মুখ্যমন্ত্রীও তাকে বুঝিয়ে দেবেন যে, এনপিআর আসলে এনআরসি শুরু করার প্রথম ধাপ।’
প্রসঙ্গত, নবান্ন আগেই লিখিত নির্দেশ জারি করে এনপিআর-এর সব কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত এখনও বহাল। জনগণনার প্রশিক্ষণের সঙ্গে এনপিআর প্রশিক্ষণও শুরু হয়েছিল। প্রশাসনের একাংশ জানাচ্ছে, এখন জনগণনার প্রশিক্ষণ হবে, এনপিআর’র নয়। কেন্দ্রের বরাদ্দ করা অর্থ প্রধানত প্রশিক্ষণ এবং সমীক্ষকদের জন্য খরচ হবে।
সাক্ষাৎকারে অমিত শাহে দাবি করেন, বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে। প্রথমে এনপিআর নিয়ে সব রাজ্যই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করেছিল। এখন নাগরিকত্ব আইনের পরে এ নিয়ে ‘রাজনীতি করা শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।