প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিভিন্ন মুখরোচক রান্না নিয়ে টিভি পর্দায় হাজির হতেন তিনি। আর তার মরদেহ পাওয়া গেলে সেই রান্না ঘরেই।
তার নাম জাগি জন। তিনি ভারতের কেরালার জনপ্রিয় একজন অভিনেত্রী। ছোটপর্দায় ‘জগিস কুকবুক’ নামে একটি রান্নার অনুষ্ঠানের সঞ্চালনা করতেন। একই অনুষ্ঠানে রূপ সচেতনা নিয়েও একটি পর্ব পরিচালনা করতেন। অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। সেই অনুষ্ঠানের সঙ্গে এই সঞ্চালকও বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। শুধু তাই নয় বিভিন্ন টিভি শোতেও অভিনয় করতেন জাগি জন।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, কেরালার কুরাভানকোনাম অঞ্চলের তিরুবনন্তপূরমে তার মায়ের সঙ্গে থাকতেন জাগি জন। সম্প্রতি তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ তিরুবনন্তপূরমে তার বাসায় গিয়ে দেখে, রান্না ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন জাগি জন।
জাগি জনের রহস্যঘেরা এই মৃত্যুর খবর ভারতীয় বেশকিছু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। কীভাবে মারা গেলেন এই অভিনেত্রী? সে প্রশ্নে দেশটির সোশ্যাল মিডিয়ায় এখনও ঘুরপাক খাচ্ছে।
কেননা পুলিশ তার মৃত্যুর রহস্য এখনো উদঘাটন করতে পারেনি। তার দেহে কোনো আঘাতের চিহ্ন বা শরীরে বিষক্রিয়ার কোনো অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ।
এদিকে সেই রহস্যজট না খুলে কেস বন্ধ করে দেয়া হয়েছে বলে খবর ছড়িয়েছে। যে কারণে জাগি জনের ভক্ত-অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রী শুধু অভিনয়ই করতেন না খুব ভালো গানও গাইতেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। মোটিভেশনাল স্পিকার হিসেবেও তার খ্যাতি ছড়িয়ে পড়ে। ফেসবুক ও ইনস্টাগ্রামে লক্ষাধিক ফলোয়ার রয়েছে তার। নিজের নানা আঙ্গিকে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই তা ভাইরাল হতো মুহূর্তেই। ঝড় তুলতো সেসব ছবি।
সূত্র : নিউজ এইটিন, জিনিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।