Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে দুই রঙয়ের অটোরিকশা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যান চলাচলে শৃঙ্খলা আনতে নতুন বছরের প্রথম দিন থেকেই দুই রংয়ের অটোরিকশা চালুর উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী মহানগরীতে যান চলাচলে জনদূর্ভোগ দূর ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা ও চার্জার রিকশা সংক্রান্ত রাজশাহী সিটি কর্পোরেশন প্রণীত নীতিমালা আগামী ১ জানুয়ারী হতে বাস্তবায়িত হবে।
রাসিকের উপ যানবাহন শাখা থেকে জানানো হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন অটো ও চার্জার রিকশা চলাচল করতে পারবে না। এখনও যারা অটোরিকশা রেজিস্ট্রেশন কার্ড পাননি তাদের নগরভবনে উপ-যানবাহন শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ১ জানুয়ারি ২০২০ হতে অটোরিকশার নিবন্ধন কার্ডের জোড় নম্বর অনুযায়ী রং মেরুন ও বিজোড় নম্বর রং পিত্তি করে রাস্তায় গাড়ি বের করতে হবে। প্রতি মাসের প্রথম ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরুন রং এবং দুপুর আড়াইটা হতে রাত সাড়ে দশটা পর্যন্ত পিত্তি রং এর অটোরিকশা চলাচল করবে। একইভাবে মাসের পরবর্তী ১৫দিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পিত্তি রং এবং দুপুর আড়াইটা হতে রাত সাড়ে দশটা পর্যন্ত মেরুন রং এর অটোরিকশা চলাচল করবে। তবে প্রতিদিন দশটা হতে সকাল ছয়টা পর্যন্ত এবং শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে উভয় রং এর অটোরিকশা চলাচল করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা

২৩ জানুয়ারি, ২০২২
৩ জানুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ