Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নাগরিকত্ব বিষয়ে মুখ খুললেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৪:০২ পিএম

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ চলছে। এই আইনের বিষয়ে জনগণকে বোঝাতে সোমবার কলকাতার রাজপথে বিশাল মিছিল করে বিজেপি। সেই রেশ কাটার আগেই বিজেপি নেতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু এবার বিতর্কিত এই আইন নিয়ে প্রশ্ন তুললেন।
টুইট করে নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু লিখেছেন, ভারত হলো এমন একটি দেশ যেখানে 'সকল ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত' পরিস্থিতি রয়েছে। যদি সিএএ ২০১৯ কোনও ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয় তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি! এখানে মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা যায় না? আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি।
অন্য একটি টুইটে চন্দ্র কুমার বসু বলেন, ভারতের সমীকরণ করবেন না এবং এই দেশকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করবেন না। কারণ এটা এমন একটি দেশ যেখানে সকল ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত পরিবেশ রয়েছে।
আইনটি ভারতীয় মুসলিমদের কোনও ক্ষতি করবে না-এই কথা বলে সোশ্যাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে বিজেপি। তবুও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। এই আইনের বিরোধিতায় পথে নেমে আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যেসব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁরা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ