বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর সদরের একপাই জুজখোলা এলাকায় এক গৃহবধুকে ধর্ষনের দায়ে একই এলাকার ইকবাল হোসেন মোল্লা লিংকন নামের গৃহবধুর মামাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তার আসামী ইকবাল হোসেন মোল্লা লিংক কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল।
গ্রেপ্তার ইকবাল হোসেন মোল্লা লিংকন (২৩) সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পশ্চিম চর কদমতলা গ্রামের আশ্রাফ আলাী মোল্লার ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গত ১০ অক্টোবর রাতে শাশুরী ও তার পুত্র সন্তানকে নিয়ে মাঝ ঘরের আলাদা দুটি খাটে ঘুমিয়ে পড়ে। বেড়াতে আসা মামাতো দেবর লিংকন ঘরের বারান্দায় ঘুমাতে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্য রাতে লিংকন ঘরের ভিতর ঢুকে মুখ চেপে ধরে গৃহবধুকে জোড় করে ধর্ষন করে। এর পর থেকে পূর্বের ঘটনা উল্লেখ করে তার স্বামীকে জানিয়ে দেয়ার কথা বলে তাকে প্রায়ই কু-প্রস্তাব দিতে থাকে। গত কয়েকদিন ধরে লিংকন গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করলে শাশুরী ও চাচা শশুরকে ঘটনাটি খুলে বলে। তারা সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এর পর পরই পিরোজপুর সদর থানা পুলিশ সোমবার রাতেই লিংকনকে গ্রেপ্তার করে।
ওসি মুহা. নূরুল ইসলাম বাদল আরো জানান, আসামীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
wc‡ivRcy‡i M„neay‡K al©‡bi Awf‡hv‡M †`ei †MÖßvi
wc‡ivRcyi †Rjv msev``vZv :
wc‡ivRcyi m`‡ii GKcvB RyR‡Lvjv GjvKvq GK M„neay‡K al©‡bi `v‡q GKB GjvKvi BKevj †nv‡mb †gvjøv wjsKb bv‡gi M„neayi gvgv‡Zv †`ei‡K †MÖßvi K‡i‡Q cywjk| g½jevi †MÖßvi Avmvgx BKevj †nv‡mb †gvjøv wjsK †K Av`vj‡Z †cÖiY Kiv n‡q‡Q e‡j Rvbvb wc‡ivRcyi m`i _vbvi Iwm gynv. b~iæj Bmjvg ev`j|
‡MÖßvi BKevj †nv‡mb †gvjøv wjsKb (23) m`i Dc‡Rjvi K`gZjv BDwbq‡bi cwðg Pi K`gZjv MÖv‡gi AvkÖvd Avjvx †gvjøvi †Q‡j|
wc‡ivRcyi m`i _vbvi Iwm gynv. b~iæj Bmjvg ev`j Rvbvb, MZ 10 A‡±vei iv‡Z kvïix I Zvi cyÎ mšÍvb‡K wb‡q gvS N‡ii Avjv`v `ywU Lv‡U Nywg‡q c‡o| †eov‡Z Avmv gvgv‡Zv †`ei wjsKb N‡ii eviv›`vq Nygv‡Z hvq| mevB Nywg‡q covi ci ga¨ iv‡Z wjsKb N‡ii wfZi Xz‡K gyL †P‡c a‡i M„neay‡K †Rvo K‡i al©b K‡i| Gi ci †_‡K c~‡e©i NUbv D‡jøL K‡i Zvi ¯^vgx‡K Rvwb‡q †`qvi K_v e‡j Zv‡K cÖvqB Kz-cÖ¯Íve w`‡Z _v‡K| MZ K‡qKw`b a‡i wjsKb M„nea~‡K fqfxwZ †`wL‡q al©‡bi †Póv Ki‡j kvïix I PvPv kïi‡K NUbvwU Ly‡j e‡j| Zviv †mvgevi cywj‡ki Kv‡Q Awf‡hvM `v‡qi K‡i| Gi ci ciB wc‡ivRcyi m`i _vbv cywjk †mvgevi iv‡ZB wjsKb‡K †MÖßvi K‡i|
Iwm gynv. b~iæj Bmjvg ev`j Av‡iv Rvbvb, Avmvgx‡K †MÖßvi K‡i Av`vj‡Z gva¨‡g KvivMv‡i cvVv‡bv n‡q‡Q Ges M„nea~‡K Wv³vix cixÿvi Rb¨ †Rjv nvmcvZv‡j cvVv‡bv n‡q‡Q|
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।