রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের এক তরুণীকে জোর করে অপহরণের পর বাড়িতে তিন দিন ধরে ধর্ষণ করার অভিযোগে মমিনুর ইসলাম নামের এক ভ- পীরকে আটক করেছে পুলিশ। পরে সেই পীরের বাড়ি থেকে ধর্ষিতাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাদেরকে নীলফামারীর সৈয়দপুর থানায় গতকাল বুধবার সকালে হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া জানান, তারাগঞ্জ উপজেলার শিয়ারডাঙ্গা এলাকার মৃত লতিফ হোসেনের ছেলে মমিনুর ইসলাম মমিন (৪৮) নিজেকে আশেকে রাসুল শাহসুফী মাওলানা পীর মমিনুর ইসলাম মমিন (৪৮) উপাধি দিয়ে বিভিন্ন এলাকায় শিষ্য তৈরী করেন। এই সুবাদে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া গ্রামে কয়েক দিন আগে শিষ্য তৈরি করতে যান। এ সময় ওই গ্রামের এক তরুণীর (১৯) দিকে তার কুদৃষ্টি পড়ে। পরে ভ-পীর মমিনুর তার এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলযোগে ওই গ্রামে যায়। এ সময় ওই তরুণী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করে নিজ বাড়ি শিয়ারডাঙ্গায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক তিন দিন আটকে রেখে ধর্ষণ করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার বড় ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় ডায়েরি করার পর বাদি নিজে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জানতে পারেন তার বোনকে পীর মমিনুর তুলে এনে তার বাড়িতে আটকে রেখেছেন। এ খবর তারাগঞ্জ থানায় জানালে উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম মঙ্গলবার রাতে ভ-পীরের বাড়ি থেকে অপহৃতাকে উদ্ধার ও ওই পীরকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।