Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগে আটক ২

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : মতলব উত্তর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক স্কুলছাত্রী (১৪) রাতে প্রাকৃতিক ডাকে সারা দিতে গেলে ৩ বখাটে হাতে গণধর্ষণের শিকার হয়। দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার স্কুলছাত্রী উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড  কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর অভিযুক্ত উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া গ্রামের বিল্লাল হোসেন হাজীর ছেলে সাইদুল (২২) ও মৃত মাহমুদ হোসেনের ছেলে মোস্তফা (২২)কে আটক করা হয়। আবুল হোসেনের ছেলে মোহন (২৩) পলাতক রয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে মতলব উত্তর থানায় গতকাল বুধবার ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই স্কুলছাত্রীর মা জানান, গত ১৬ জানুয়ারি রাতে আমার মেয়ে প্রাকৃতিক ডাকে সারা দিতে গিয়ে ঘরে ফিরতে দেরি করলে আমি বের হয়ে তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাত ১০টার দিকে বাড়ির লোকজন নিয়ে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে মোহন, মোস্তফা ও সাইদুল দৌড়ে পালিয়ে যায়। তখন আমরা শাহজাহানের বাড়ির কাছে কবরস্থানের পাশে ধান ক্ষেতে আমার মেয়েকে অচেতন অবস্থায় পাই। এজাহার সূত্রে জানা যায়, স্কুল ছাত্রীকে মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। স্কুলছাত্রীর পরিধেয় স্বর্ণালঙ্কার নিয়ে যায়। টাকা দাবী করে, টাকা না দিলে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয় ধর্ষনকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণের অভিযোগে আটক ২

২১ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ