Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুদু মিয়া (৫৫) নামে এক মধ্যবয়সীকে আটক করেছে পুলিশ। গত বুধবার এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক দুদু মিয়া চাঁদপুর জেলার রামদাসদীর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি সদর উপজেলার দক্ষিণ শিয়াচর এলাকায় বসবাস করেন। ধর্ষণের শিকার শিশুর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় কাজ করেন। দিনের বেলায় তাদের বাসায় না থাকার সুযোগে দুদু মিয়া গত রোববার শিশুটিকে ধর্ষণ করে। যাওয়ার সময় দুদু মিয়া কাউকে কিছু বললে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে যায়। এরপর ফের মঙ্গলবার রাতে শিশুটিকে ধর্ষণ করতে আসে দুদু মিয়া। পরে শিশু চিৎকার করলে পালিয়ে যায় দুদু। পরে গত বুধবার সকালে এলাকাবাসী দুদু মিয়াকে আটকিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে রবিউল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে শীতলক্ষ্যার পাড়ে কাঁচপুর সেতুর পাশে ল্যান্ডিং স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রবিউল জাহাজ থেকে গমের বস্তা লোড-আনলোড করার সময় পা পিছলে শীতলক্ষ্যা নদীতে পরে যায়। পরে তার সহকর্মীরা তাকে নদী থেকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত রবিউল ইসলাম সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ঘরজাল এলাকার মোঃ জালাল সিকদারের ছেলে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ