রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কোটালীপাড়ায় গত সোমবার এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে পুলিশ লম্পট ধর্ষক কালু মৃধা (৪০)-কে আটক করেছে পুলিশ। উপজেলার পশ্চিম নৈয়ারবাড়ী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিতার বাবা পূণ্য বিশ্বাস জানান, আমারা স্বামী-স্ত্রী দুজনই প্রতিদিন সকালে কাজে চলে যাই। ছেলে স্কুলে যায়। শুধু প্রতিবন্ধী মেয়েটা বাড়ী থেকে হাস-মুরগী দেখা শুনা করে। এ সুযোগে পাশ্ববর্তী মহানন্দ মৃধার ছেলে কালুু মৃধা আমার প্রতিবন্ধী মেয়ে (১৪)-কে ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। এসময় আমার ছেলে প্রাইভেট পড়ে বাড়ীতে খেতে এসে তার দিদিকে ডাক দিলে সে কালুকে ঘর থেকে বেরিয়ে দ্রুত চলে যেতে দেখে আমাকে খবর দেয়। এরপর রাস্তায় গিয়ে তাকে ধরলে সে ঘটনার কথা শিকার করে। দফায় দফায় শালিশ বৈঠক বসায় এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে বাড়ীতে এসে হুমকি দিয়ে যায়। এরপর আমি গত শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গারহাট পুলিশ ফাড়িতে গিয়ে একটি অভিযোগ করি। ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের আই.সি, এস.আই জহুরুল ইসলাম বলেন, ধর্ষিতার বাবার অভিযোগ পেয়ে শনিবার রাতেই ধর্ষক কালু মৃধাকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।