Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে অগ্নিকাণ্ডে একপঞ্চমাংশ মৃত্যু ভারতে : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

২০১৭ সালে বিশ্বের একপঞ্চমাংশ আগুনজনিত মৃত্যু ঘটেছিল ভারতে এবং এর সংখ্যা ছিল ২৭ হাজার ২৭। সে বছর বিশ্বজুড়ে প্রায় ৯০ লাখ অগ্নিকাণ্ড ঘটে এবং ১ লাখ ২০ হাজার মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়।

সম্প্রতি বিএমজে ইনজুরি প্রিভেনশন জার্নালে প্রকাশিত গ্লোবাল ডিজিজ বারডেনের ১৯৫টি দেশের বিশ্লেষণে ভারতে ১৬ লাখ অগ্নিকাণ্ড এবং তাতে ২৭ হাজার ২৭ জন নিহত হওয়ার তথ্য মিলেছে। চীনের তুলনায় ভারতে মৃত্যুর হার ছিল আড়াই গুণ। চীনে ২০১৭ সালে আগুনে ১০ হাজার ৩৬৬ জন মারা গিয়েছিল। আগুনে আক্রান্ত হয়ে অর্ধেকের বেশি মৃত্যু হয়েছে ভারত, পাকিস্তানসহ সাতটি দেশে। সমীক্ষায় বলা হয়েছে যে, পাঁচ বছরের কম বয়সী বাচ্চারা এবং ষাটোর্ধ প্রাপ্তবয়স্করা সবচেয়ে বেশি আগুনের শিকার। এ ধরনের প্রবণতা ভারতের শহুরেও দেখা যায়।

নাভি মুম্বাইয়ের এয়ারোলি বার্নস সেন্টারের ডা. এস কেশওয়ানি মন্তব্য করেন, ‘আগে মুম্বাইয়ে আগুনে আক্রান্তদের ৮০ শতাংশ ছিল মহিলা। তবে এখন আমরা বার্ন ওয়ার্ডে আরও প্রবীণ নাগরিক এবং শিশুদের দেখতে পাচ্ছি। এই ‘মহামারী সংক্রান্ত পরিবর্তন’ মূলত মহিলাদের মধ্যে দীর্ঘায়ু বৃদ্ধি এবং আর্থিক স্বাধীনতার মতো সামাজিক পরিবর্তনের কারণে ঘটে।

তিনি বলেন, ‘মহিলাদের চাকরি রয়েছে, মানে বাচ্চাদের বাড়ির বা কোনও শৃঙ্খলাবদ্ধ জায়গায় প্রতিপালন করা হয়। সমীক্ষা ভারতে মৃত্যুর উচ্চ হারের কারণ হিসাবে লিঙ্গ সহিংসতা চিহ্নিত করেছে। এটি কর্ণাটকের একটি সমীক্ষাও উদ্ধৃত করে যা দেখিয়েছিল যে, মহিলাদের পরিধেয় সিন্থেটিক শাড়িগুলিও অগ্নিকাণ্ডে মৃত্যুর কারণ ছিল। ভারতে অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা সুবিধা আগুনের কারণে মৃত্যুর হার বেশি। ‘বার্ন ম্যানেজমেন্টের জন্য জনবল দরকার।

অগ্নিদগ্ধ রোগীদের প্রতিজনের ব্যান্ডেজ পরিবর্তনের সময় ছয়জন লোকের প্রয়োজন হয়। তবে ভারতের সরকারি হাসপাতালগুলিতে, যেখানে বেশিরভাগ ক্ষতিগ্রস্থরা চিকিৎসার জন্য যান, সেখানে রোগীর অনুপাতে ডাক্তার/নার্সের সংখ্যা কম’ -বলেন ড. কেসওয়ানী।
ব্যাপক বিনিয়োগ প্রয়োজন হয় এবং যথেষ্ট উপার্জন আসে না বলে প্রাইভেট সেক্টরে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার সুযোগ খুব কম। মুম্বাইয়ে কেবল দুটি বেসরকারি হাসপাতালে পোড়া ওয়ার্ড রয়েছে, তবে প্রতিটি পাবলিক হাসপাতালে কেবলমাত্র হাতে গোনা পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও পোড়া চিকিৎসা করতে হয়। সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বলেছিলেন, ‘বেসরকারি খাতে আইসিইউ থাকার জন্য ২৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হতে পারে। আগুনে পোড়া রোগীদের দীর্ঘকাল হাসপাতালে থাকতে হয়, তবে বিলটি মাসে ১৮ লাখ টাকারও বেশি হতে পারে। কতজন ভারতীয় সত্যিই এটি বহন করতে পারে? ’ সমীক্ষায় বলা হয়েছে, আগুন, তাপ এবং গরমের কারণে মারা যাওয়ার ঘটনা বেশিরভাগ দেশেই কমিয়ে নথিভুক্ত করেছে। ভারতে ১৯৯০ থেকে ২০১৭-এর মধ্যে মৃত্যুর পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমেছে।

ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স এবং ইভালুয়েশন বিভাগের গবেষণার সিনিয়র লেখক ড. স্পেন্সার জেমস বলেছিলেন, ‘আহত ও মৃত্যুর অসহনীয় সংখ্যা হ্রাস করার ক্ষেত্রে প্রতিরোধের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত’। ‘পোড়ার চিকিৎসা তুলনামূলকভাবে ব্যয়বহুল এবং মজবুত স্বাস্থ্যসেবা পরিষেবার প্রয়োজন, প্রায়শই নিম্ন ও মধ্যম আয়ের দেশে পাওয়া যায় না,’ -তিনি যোগ করেন। গবেষণাটি স্থান এবং সময়ের সাথে সাথে স্বাস্থ্য ক্ষতির পরিমাণ নির্ধারণের বৃহত্তম প্রচেষ্টা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি স্বাধীন গবেষণা সংস্থা আইএইচএমই পরিচালনা করেছে এবং এটি বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ