মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে পেঁয়াজের পর লাগামহীন হয়ে পড়েছে আলুর বাজারও। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই বেড়েছে আলুর দাম। রাজ্যে ২৪ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলুর দাম প্রতি কেজিতে বেড়ে হয়েছে ৩০ টাকা। আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। খবরে বলা হয়, আলুর জোগান কম থাকায় দাম বাড়ছে। অন্যান্য বছর ডিসেম্বর মাসের প্রথম থেকেই ‘পোখরাজ’ আলু বাজারে ভালো রকম চলে আসে। কিন্তু এ বছর ঘূর্ণিঝড়ের কারণে আলুর চাষ দেরিতে হয়েছে। ফলে নতুন আলুও বাজারে আসতে দেরি হচ্ছে। এছাড়া পাঞ্জাব থেকে নতুন আলু রাজ্যের বাজারে না আসায় আলুর দাম বেড়েছে। বাঁকুড়া জেলা কৃষি বিপণন দফতর সূত্রে জানা যায়, জেলায় এই মুহূর্তে চালু হিমঘরের সংখ্যা ৪৬। হিমঘরগুলোতে এবার মোট আলু মজুত ছিল ছয় লাখ ২৮ হাজার ৭২২ মেট্রিক টন। এখনও মজুত রয়েছে পুরোনো আলু। যা কমবেশি প্রায় ৪ শতাংশ। আলু মজুত করে রাখার সাধারণ সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সরকারের তরফে সেই মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু সেই সময়কালের পরেও খালি হয়নি একাধিক স্টোর। রাজ্যে আলুর দাম কমার উপক্রম নেই বলে ইঙ্গিত দিচ্ছেন ব্যবসায়ীরা। হিমঘরে রাখার মেয়াদ শেষ হলেও পুরোনো আলু বাজারে তেমন আসছে না। কিছু আলু বাজারে এলেও তার জোগান যথেষ্ট নয়। এ পরিস্থিতিতে বাঁকুড়া জেলার বিভিন্ন বাজারে পেঁয়াজের মতোই আলুর দামও চড়ছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।