মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি রোববার বলেছেন যে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘সমুচিত জবাব’ দেয়া হচ্ছে। এতে ভারতীয় সৈন্যদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এক বিবৃতিতে বলেন, সাহসী পাকিস্তানি সৈন্যদের দ্বারা আন্তঃসীমান্তে গোলাবর্ষণে নিয়োজিত বেশ কয়েকটি ভারতীয় চেকপয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোরেশি বলেন, মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে সৃষ্ট সহিংস বিক্ষোভ থেকে বিশ্বের দৃষ্টিকে সরিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার যুদ্ধবিরতি লঙ্ঘন ছাড়াও পাতানো অভিযান চালাতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সব সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমরা বৈষম্যমূলক আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সব বিরোধী দলও বিজেপি সরকারের অতিমাত্রার বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী কোরেশি বলেন, ১২ ডিসেম্বর লেখা চিঠিতে তিনি পাকিস্তানের উদ্বেগের বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবগত করেছেন। তিনি আবারো ভারত সরকারের গ্রহণ করা বিপজ্জনক পদক্ষেপের বিষয়টির দিকে নজর রাখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভারত সরকারের পদক্ষেপের ফলে এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হচ্ছে। ১২ ডিসেম্বরের চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিকে নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্প্রতিক ভারতীয় পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনার জন্য যত দ্রুত সম্ভব অধিবেশন আহ্বান করতে বলেছেন। এই বিবৃতির এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়কে হুঁশিয়ার করে দিয়ে বলেন যে ভারত যদি ছদ্ম অভিযান চালায় তবে পাকিস্তানও ‘সমুচিত জবাব’ দেবে। অত্যন্ত বিভেদসূচক নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতব্যাপী সহিংস বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়ে হতাশ নরেন্দ্র মোদি সরকার ‘ফলস ফ্লাগ অপারেশন’ চালাতে পারে পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদ চাঙ্গা করতে। অতীতে রাজনৈতিক সাফল্য লাভের জন্য এ ধরনের তৎপরতা অনেকবার চালিয়েছে ভারত। কয়েকটি টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, গত ৫ বছরে মোদির সরকার ভারতকে হিন্দুত্ববাদী ও ফ্যাসিবাদী দর্শন-সংবলিত হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েযাচ্ছে যাচ্ছেন। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।