Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহমতগঞ্জ-জামালের আশা বেঁচে থাকল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ৯:৪০ পিএম

টিভিএস ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দু’দল ১-১ ব্যবধানে ড্র করলে অমিমাংসিতভাবে খেলা শেষ হয়। এই ড্র’র ফলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের আশা টিকে থাকলো রহমতগঞ্জ-জামালের।

‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংকে রুখে দেয়া রহমতগঞ্জের সামনে সমীকরণটা ছিল কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হবে। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে তিনবারের ফেডারেশন কাপের শিরোপাজয়ী শেখ জামালকেও রুখে দিয়ে পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পুরান ঢাকার দলটি। দুই ম্যাচ ড্রতে টুর্নামেন্টের শেষ আটে যাওয়ার সুযোগ থাকছে রহতমগঞ্জের। অন্যদিকে প্রায় আড়াই মাসের প্রস্তুতি নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে হোঁচট খেলেও নকআউট পর্বে পা রাখার সুযোগ থাকছে শফিকুল ইসলাম মানিকের দল শেখ জামালেরও। এ জন্য অবশ্য পরের ম্যাচে তাদের হারাতে হবে সাইফকে।

রোববার ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে গোল হয়নি। ম্যাচের ৬১ মিনিটে মিডফিল্ডার আরাফাতের শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন জিয়া। সেই কর্নার থেকে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে নেন গিনির কামারা ইউনোসা (১-০)। পিছিয়ে পরে অবশ্য ম্যাচে ফিরতেও খুব দেরি করেনি শেখ জামাল। ৭২ মিনিটে বদলি হিসেবে নামা মোজাম্মেল হোসেইন নিরার পাস থেকে বল দারুণভাবে কাট করে বাঁ পায়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে বল মুহূর্তের মধ্যে জালে জড়ান নাইজেরিয়ান স্ট্রাইকার ওসাইগি মানডে (১-১)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড নিক্সন রোচার ও নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ একটি করে গোল করেন। এটা নিয়ে দুই হারে ফেডারেশন কাপ থেকে বিদায় নিল ব্রাদার্স। তবে বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচে নির্ধারণ হবে ‘বি’ গ্রুপের সেরা দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ