Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৮ পিএম

পারিবারিব কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাষরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন ম-ল (৭০) নিজেই কিটনাশক পান করে আতœহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী শাহাজুদ্দিন ম-লকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেছে। পুলিশ রোববার সকালে সংবাদ পেয়ে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়,এক পর্যায়ে রাতের কোন এক সময় স্বামী শাহাজুদ্দিন ম-ল তার স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আতœহত্যার চেষ্টা করে।
মহেশপুর থানার ইন্সেপেক্টার (তদন্ত) আমানউল্লাহ জানান,শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন ম-ল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও কিটনাশক পানে করে আতœহত্যার চেষ্টা করে। বর্তমানে শাহাজুদ্দিন ম-ল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ