মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ভারত। এই আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে এ পর্যন্ত উত্তর প্রদেশে ১৬ জনসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদিকে, 'পোশাক' দেখে পুলিশ লাঠিচার্জ করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মুসলিমরা এই নিপীড়নের শিকার বলে মনে করা হচ্ছে। সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদকে বিজেপি শুধুই মুসলিমদের বিক্ষোভ হিসেবে তুলে ধরতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ
দিল্লির জামা মসজিদ থেকে বেরিয়ে আসছেন দলিত নেতা চন্দ্রশেখর আজাদ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদ-বিক্ষোভে তাঁর হাতে গীতা বা কোরআন নয়। রয়েছে ভারতের সংবিধান। '¯øামডগ মিলিয়নেয়ার' ছবির সাউন্ড ডিজাইনের জন্য অস্কার-জয়ী রেসুল পুকুট্টি-র কথায়, এটাই আমার কাছে বদলে যাওয়া ভারতের সব থেকে আশা জাগানো ছবি।
এদিকে বিরোধীদের কিন্তু অভিযোগ, নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদকে বিজেপি শুধুই মুসলিমদের বিক্ষোভ হিসেবে তুলে ধরতে চাইছে। বেছে বেছে মুসলিম বিক্ষোভকারীদের ক্ষেত্রে দিল্লি তথা বিজেপি শাসিত রাজ্যের পুলিশ কঠোর দমননীতি চালাচ্ছে। প্রথমে জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপরে চড়াও হওয়া, গতকাল পুরনো দিল্লির দরিয়াগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালানো তারই নমুনা বলে বিরোধীদের দাবি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মিছিল যখন দরিয়াগঞ্জের গলিতে, পুলিশ পিছন থেকে হঠাৎ তাড়া করে এসে লাঠিচার্জ করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কারা হিংসা ছড়াচ্ছেন, তা পোশাক দেখেই চেনা যাচ্ছে। এভাবে বিশেষ সম্প্রদায়কে তিনি ইঙ্গিত করলেন কেন, সে প্রশ্ন তখনই উঠেছিল। বিজেপি নেতৃত্ব নিয়মিতভাবে নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকে 'মুসলিম অভ্যুত্থান' হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
এই আইনের পক্ষে যে ১১০১ জন বিশিষ্ট ব্যক্তি বিবৃতি দিয়েছেন, তাঁদের অন্যতম স্বপন দাশগুপ্ত টুইটারে যুক্তি দিয়েছেন, ক্রমশ স্পষ্ট হচ্ছে যে এই অশান্তি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার বিরুদ্ধে মুসলিমদের অভ্যুত্থান। নাগরিকত্বের বিষয়টি তাতে সুবিধা মতো যোগ করে নেওয়া হয়েছে।
সিপিএমের পলিটবুরো সদস্য নীলোৎপল বসু বলেন, বিজেপি প্রথম থেকেই এই প্রতিবাদকে ধর্মীয় চেহারা দিতে চাইছে। যাতে সাম্প্রদায়িক মেরুকরণে সুবিধা হয়। বাস্তবতা হলো, সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানের পক্ষে রুখে দাঁড়িয়েছেন।
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বিবৃতিতে বলেছেন, এনআরসি, সংশোধিত নাগরিকত্ব আইন দেশের গরিব মানুষের বিরুদ্ধে। সংবিধানের মূল আত্মার বিরুদ্ধে। মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নেমে সংবিধানের পক্ষে লড়ছেন। কিন্তু সরকার বর্বর দমন ও হিংসার নীতি নিচ্ছে।
নীলোৎপলের যুক্তি, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই পুলিশ প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর দমন নীতি নিচ্ছে। দিল্লি পুলিশও কেন্দ্রের অধীন। তাই রাজধানীতেও একই ছবি।
গতকাল দরিয়াগঞ্জ ও সীমাপুরীতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠি চালিয়েছিল বলে অভিযোগ। দরিয়াগঞ্জে বিক্ষোভকারীদের সঙ্গে শিশুদেরও আটক করে রাখা হয়। কিন্তু গভীর রাত পর্যন্ত দরিয়াগঞ্জ বা সীমাপুরী থানায় কোনও আইনজীবীকে ঢুকতে দেওয়া হয়নি। প্রতিবাদে দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হয়। রাত সাড়ে ১০টায় সেন্ট্রাল দিল্লির চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আইনজীবীদের আর্জি শুনে পুলিশকে নির্দেশ দেন, শিশুদের ছেড়ে দিতে হবে। আটক অভিযুক্তদের সঙ্গে আইনজীবীদের দেখা করতে দিতে হবে। ভোর সাড়ে চারটায় সীমাপুরী থানার পুলিশকে একই নির্দেশ দেন কারকারডুমার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছিলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। দরিয়াগঞ্জ ও সীমাপুরী থানায় আটকদেরও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজাদকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়ার আগে তিস হাজারি আদালতের বিচারক শুনানির সময়ে সাংবাদিকদের উপস্থিতিতে বিধিনিষেধ জারি করেন।
গতকালও জামিয়া ও ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ হয়। তা শান্তিপূর্ণ ছিল। পরে রাতেও রাতেও প্রচুর ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে জড়ো হন দিল্লি পুলিশের সদর দফতরের সামনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।