পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের চার মন্ত্রী আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। তবে আংশিক ঘোষিত কমিটিতে নাম আসেনি বিগত কমিটির মন্ত্রিসভার সাত সদস্যের।
তারা হলেন- বিদায়ী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং আরেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল; মহিলা বিষয়ক সম্পাদক ও সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, অর্থ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এছাড়া নাম ঘোষণা করা হয়নি তথ্য ও গবেষণা, উপ-দফতর, উপ-প্রচার, কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য, শ্রম ও জনশক্তি সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। বিলুপ্ত কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন আফজাল হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া পদোন্নতি পেয়ে দফÍর সম্পাদক হয়েছেন, উপ-প্রচার আমিনুর ইসলাম, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, অর্থ সম্পাদক টিপু মুনশি, ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।
কাউন্সিল অধিবেশন শেষে ৮১ সদস্যের কমিটির ৪২ জনের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। কাউন্সিলররা তাকে পুরো কমিটি গঠনের দায়িত্ব দিয়েছেন। সভাপতিমন্ডলীর সঙ্গে পরামর্শ করে পরে তিনি ২৮ জন কাযনির্বাহী সদস্যের নাম ঘোষণা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।