বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পাগলা মুন্সিখোলা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। পড়নে ছিল, জিন্স প্যান্ট ও শার্ট। ধারণা করা হচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে ভেসে এসে মুন্সিখোলা এলাকায় তীরে আটকে যায় লাশটি। লাশটির দেহে কোথাও কোন আঘাতের দাগ নেই। তবে নাক দিয়ে রক্ত বেরুতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে দু’একদিন আগে হয়তো নদীতে পড়ে ডুবে গিয়েছিলো। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।