Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদিকে হত্যার পরিকল্পনা ফাঁস : গোয়েন্দা রিপোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠী। এমন সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা।
আগামী ২২ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসভার আয়োজন করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লি বিজেপির পক্ষ থেকে এদিন প্রচুর মানুষের জমায়েত করারও চেষ্টা হচ্ছে। আর সেই ভিড়ের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদির ওপর হামলা চালানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। জানা গেছে, জনসভার দিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি জোট 'এনডিএ' শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এর মাঝে পাকিস্তানের জঙ্গিরা প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করছে বলে সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। ফলে আরও কড়া নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে।
গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। এজন্য পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তারা নতুন নতুন কর্মী নিয়োগ করেছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা।



 

Show all comments
  • Md amran Hossain ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৬ পিএম says : 0
    দরকারও আছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ