Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এবার ভারতে টিভি চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণের বার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৬ এএম

টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করেছে ভারত সরকার। সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে উসকানিমূলক বা দেশবিরোধী আবেগ উৎসাহ পেতে পারে এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকতে। শুক্রবার সন্ধ্যায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা।

এছাড়া দেশের সংহতি, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনো কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে ওই নোটিশে।

দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।

এর আগে ১১ ডিসেম্বর প্রথমবার এই ধরণের নোটিশ জারি করা হয়। সেদিন ভারতের রাজ্যসভায় সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হলে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ