Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে কে কোন দলে?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৭ এএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে জায়গা পাননি কোন বাংলাদেশী ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিমের প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এছাড়া ডাকই পাননি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারের মতো তারকারা। ২০১০ সালের পর এবারই আইপিএলে
থাকছেনা কোন বাংলাদেশী।

এবারের আসরে কোন বাংলাদেশী না থাকলেও ২০২০ সালের আইপিএলে কে কোন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে দেবেন, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। পরশু কলকাতায় অনুষ্ঠিত হওয়া নিলামে আটটা ফ্র্যাঞ্চাইজি তাদের ঘর গুছিয়ে নিয়েছে মোটামুটি, নিজেদের শক্তি বাড়িয়েছে, দুর্বলতাগুলোকে ঢেকেছে। নিলামের পর আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির অবস্থা কেমন হলো? আসুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২০ আইপিএলে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে উল্লেখযোগ্য কে কে খেলছেন।

কলকাতা নাইট রাইডার্স
দেশী (ভারতীয়) : শুভমন গিল, বরুণ চক্রবর্তী, কূলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, কমলেশ নাগরকোটি, শিভাম মাভি, নীতিশ রানা, দীনেশ কার্তিক।
বিদেশী : এউইন মরগান, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, হ্যারি গার্নি, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ক্রিস গ্রিন, টম ব্যান্টন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
দেশী (ভারতীয়) : বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, শিভাম দুবে, পার্থিব প্যাটেল।
বিদেশী : এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, ইসুরু উদানা, কেইন রিচার্ডসন, মঈন আলী, ক্রিস মরিস, জশ ফিলিপে।

সানরাইজার্স হায়দরাবাদ
দেশী (ভারতীয়) : মনীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, বিরাট সিং, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সিদ্ধার্থ কল, বিজয় শংকর, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী।
বিদেশী : ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, রশিদ খান, বিলি স্ট্যানলেক, ফাবিয়ান অ্যালেন, মিচেল মার্শ, মোহাম্মদ নবী, জনি বেয়ারস্টো।

দিল্লি ক্যাপিটালস
দেশী (ভারতীয়) : শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, অজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, মোহিত শর্মা, অক্ষর প্যাটেল।
বিদেশী : জেসন রয়, শিমরন হেটমায়ার, সন্দ্বীপ লামিচ্ছানে, কিমো পল, কাগিসো রাবাদা, ক্রিস ওকস, মার্কাস স্টয়নিস, ঋষভ পন্ত, অ্যালেক্স ক্যারি।

চেন্নাই সুপার কিংস
দেশী (ভারতীয়) : মুরলি বিজয়, সুরেশ রায়না, অম্বাতি রাইড়ু, হরভজন সিং, পীযুষ চাওলা, করণ শর্মা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি।
বিদেশী : ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, লুঙ্গি এনগিদি, জশ হ্যাজলউড, শেন ওয়াটসন, স্যাম কুরান, মিচেল স্যান্টনার, ডোয়াইন ব্রাভো।

মুম্বাই ইন্ডিয়ানস
দেশী (ভারতীয়) : রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, রাহুল চাহার, জশপ্রীত বুমরা, ধবল কুলকার্নি, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিষান।
বিদেশী : ক্রিস লিন, মিচেল ম্যাকক্লেনাহান, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, নাথান কোল্টার-নাইল, শেরফানে রাদারফোর্ড, কাইরন পোলার্ড, কুইন্টন ডে কক।

রাজস্থান রয়্যালস
দেশী (ভারতীয়) : যশস্বী জয়সওয়াল, ময়ঙ্ক মারখান্ডে, বরুণ অ্যারন, অঙ্কিত রাজপুত, জয়দেব উনাদকাট, ওশানে টমাস, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, আনুজ রাওয়াত।
বিদেশী : স্টিভেন স্মিথ, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, জফরা আর্চার, টম কুরান, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, জস বাটলার।

কিংস ইলেভেন পাঞ্জাব
দেশী (ভারতীয়) : ময়ঙ্ক আগারওয়াল, করুণ নায়ার, মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামি, দীপক হুদা, লোকেশ রাহুল।
বিদেশী : ক্রিস গেইল, মুজিব-উর-রহমান, শেলডন কটরেল, হার্ডাস ভিলোয়েন, গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম, ক্রিস জর্ডান, নিকোলাস পুরান।

 



 

Show all comments
  • Md sakil ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১:৫৮ পিএম says : 0
    Miমুম্বাই ইন্ডিয়ানস
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ