Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর ৩য় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ৩:৩০ পিএম | আপডেট : ৩:৫১ পিএম, ২০ ডিসেম্বর, ২০১৯

নিখোঁজের ৪দিন পরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমনা হক নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ আহম্মেদ কানন নামের ১৩ বছরের কিশোরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে পৌর এলাকার পূর্ব গোয়ালপাড়ার ইয়াসিন হাবিব কাননের বাসার একটি রুম থেকে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান।

উদ্ধারকৃত সুমনা হক শহরের গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে ও সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো। অপরদিকে আটককৃত রিয়াজ আহম্মেদ একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে ও সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, ১৬ ডিসেম্বর নিজ এলাকা থেকে নিখোঁজ হয় সুমনা নামের ওই শিশুটি। পরে তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরী করে। এরপর মেয়ের পরিবারের সাথে কথা বলা হলে তারা জানান পাশের বাসায় খেলতে যায় শিশুটি। তারপর থেকেই তাকে খুজে পাওয়া যায়নি। তারপর থেকেই এই এলাকার ইয়াসিন হাবীব কাননের বাসায় নজরদারি শুরু করা হয়। অবশেষে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে সন্দেহ হলে বৃহস্পতিবার রাতে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার বিষয়টি স্বীকার করে সে। এরপর তথ্য মতে তার পাকা বাসার নির্মাণাধীন একটি বাথরুমের ভিতরে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মূর্তজা জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর মেরের ফেলে মাটি চাপা দেয়া হয়েছিল।উদ্ধারের সময় শিশুটির গায়ে কোনো কাপড় ছিলনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান,এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত করার পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

অপরদিকে হত্যকারী ছেলেটির দ্রæত কঠোর শাস্তির দাবী করেছেন নিহত শিশু সুমনার পরিবার সহ এলাকাবাসী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ