নোয়াখালীর হাতিয়ায় বন্দুক ও দেশিয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে হাতিয়া কোস্টগার্ড।
আজ শুক্রবার ভোরে উপজেলার রামচরণ ইউনিয়নের রামচরণ বাজার সংলগ্ন মেঘনার নদীর পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, একটি লেঞ্চার, একটি ধারালো ছোরা, দেশিয় তৈরি লোহার স্টিক জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্ল্যা গ্রামের মজিবুর রহমানের ছেলে ডাকাত সর্দার নাজিম মোল্লা ও তার সহোযোগী রামচরণ ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে সেলিম।
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার নাজিম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির অধিক মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।