Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর ঢালপাড়া গ্রামে সাবরিনা আক্তার শিশির (২১) নামে এক গৃহবধূর ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে এবং আগামী কাল শুক্রবার মর্গে প্রেরণ করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগে ডালপাড়া গ্রামের আলমের ছেলে বিজয় পার্শবর্তী মেলান্দহ উপজেলার সাহআলমের মেয়ে সাবরিনা আক্তার শিশিরকে প্রেমের মাধ্যমে বিয়ে করে। সাবরিনা বর্তমানে ৮ মাসের অন্তসত্তা। তারা দুজনই ঢাকায় গামেন্টেসে চাকরী করত। বুধবার রাতে স্বামী স্ত্রী উভয়ই বাড়ী এসে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। স্বামী বিজয়ের বক্তব্য, সে ভোর রাতে ঘুম ভাংলে দেখে স্ত্রী সাবরিনা বিছানায় নেই। পাশের রুমে তার লাশ ঝুলে আছে। সকালে জানাজানি হলে এলাকার লোকজন ঐ বাড়ীতে এসে ভির করে। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোট করে লাশ থানায় নিয়ে আসে। এদিকে এলাকায় গুন্জন উঠেছে এটা আত্নহত্যা না হত্যা। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ নিহত সাবরিনার স্বামী বিজয়কে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। সরিষাবাড়ী থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই সাহাদত জানায়, ময়না তদন্তের আগে কোন কিছু বলা যাচ্ছেনা এটা আত্নহত্যা না হত্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ