Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএল নিলামে অবিক্রিত মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৭:০০ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম নিলামে বিক্রি হননি মুশফিকুর রহিম। ২০২০ আইপিএল আসরের জন্য নিলামে রাখা হয়েছে ৩৩২ ক্রিকেটারকে। এরমধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি কোটায় আর তিন জনকে রাখা হয়েছে আইসিসির সহযোগী দেশগুলোর।
মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ। আইপিএলে আগ্রহ না দেখালেও ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে মুশফিককে নিবন্ধিত করে আইপিএল কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত নিলামে এসে মুশফিককে কিনলো না কেউ। এর আগে চাউর হয়, রবিন উথাপ্পাকে বাদ দেওয়াতে তার জায়গায় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিককে কিনতে যাচ্ছে। তবে তা গুঞ্জনই থেকে যায়।
দেখে নেওয়া যাক কে কোন দল পেলেন :
কলকাতা নাইট রাইডার্স :
ইয়ন মরগান ৫ কোটি ২৫ লাখ রুপি
প্যাট কামিন্স ১৫ কোটি ৫০ লাখ রুপি
রাজস্থান রয়েলস :
রবিন উথাপ্পা ৩ কোটি রুপি
মুম্বাই ইন্ডিয়ানস :
ক্রিস লিন ২ কোটি রুপি
দিল্লি ক্যাপিটালস :
জেসন রয় ১ কোটি ৫০ লাখ রুপি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু :
অ্যারন ফিঞ্চ ৪ কোটি ৪০ লাখ রুপি
ক্রিস মরিস ১০ কোটি রুপি রুপি
কিংস ইলেভেন পাঞ্জাব :
গ্লেন ম্যাক্সওয়েল ১০ কোটি ৭৫ লাখ রুপি
চেন্নাই সুপার কিংস :
স্যাম কুরান ৫ কোটি ৫০ লাখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইপিএল

২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ